ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফুলতলায় পূজামণ্ডপে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ী ইয়াসিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 3

ইয়াসিন | ছবি: সংগৃহীত


খুলনার ফুলতলায় পূজামণ্ডপে চাঁদাবাজির অভিযোগে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াসিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার বানিয়াপুকুর এলাকায় স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর থেকেই ইয়াসিন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদা তুলে আসছিল। আগে তিনি আওয়ামী লীগের পরিচয়ে চললেও সাম্প্রতিক সময়ে বিএনপি পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, ইয়াসিন দীর্ঘদিন ধরে ফুলতলা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, মাছ লুট ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধে জড়িত। নিজেকে পুলিশের সোর্স পরিচয়ে এলাকায় এক ধরনের ‘অপরাধের স্বর্গরাজ্য’ গড়ে তুলেছেন তিনি।

তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ইয়াসিনকে ছাড়িয়ে নিতে এলাকার একটি প্রভাবশালী চক্র তৎপরতা শুরু করেছে। এই চক্রটি ফুলতলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি আমার জানা হয়েছে। প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন। এখনো মামলা হয়নি। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ইয়াসিনের নামে ফুলতলা থানায় মাদক ব্যবসা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সে রাজনৈতিক পরিচয় বদলে পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিল।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ফুলতলায় পূজামণ্ডপে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ী ইয়াসিন

প্রকাশঃ ০৮:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

ইয়াসিন | ছবি: সংগৃহীত


খুলনার ফুলতলায় পূজামণ্ডপে চাঁদাবাজির অভিযোগে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াসিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার বানিয়াপুকুর এলাকায় স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর থেকেই ইয়াসিন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদা তুলে আসছিল। আগে তিনি আওয়ামী লীগের পরিচয়ে চললেও সাম্প্রতিক সময়ে বিএনপি পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, ইয়াসিন দীর্ঘদিন ধরে ফুলতলা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, মাছ লুট ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধে জড়িত। নিজেকে পুলিশের সোর্স পরিচয়ে এলাকায় এক ধরনের ‘অপরাধের স্বর্গরাজ্য’ গড়ে তুলেছেন তিনি।

তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ইয়াসিনকে ছাড়িয়ে নিতে এলাকার একটি প্রভাবশালী চক্র তৎপরতা শুরু করেছে। এই চক্রটি ফুলতলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি আমার জানা হয়েছে। প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন। এখনো মামলা হয়নি। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ইয়াসিনের নামে ফুলতলা থানায় মাদক ব্যবসা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সে রাজনৈতিক পরিচয় বদলে পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিল।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”