ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত লড়াই—‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা—শুধু একটি ম্যাচ নয়, এটি এক আবেগ, এক ইতিহাস। যুগে যুগে মেসি–রোনালদো থেকে ইয়ামাল–এমবাপ্পে—প্রজন্ম পেরিয়ে এই দ্বৈরথের জনপ্রিয়তা বরং বেড়েই চলেছে।
মেসি–রোনালদো যুগ পেরিয়ে এখন দুই দলেই তরুণ তারকার ভিড়। তবু এই ম্যাচের উত্তাপ যেন কমেনি একটুও। শুধু তিন পয়েন্ট নয়, মর্যাদা আর মান-সন্মানের লড়াইও আজ।
বাংলাদেশ সময় রোববার (২৬ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে নিজস্ব মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। গেল মৌসুমের অক্টোবরের এল ক্লাসিকোয় রিয়াল নিজেদের মাঠে ৪–০ গোলে হেরেছিল বার্সেলোনার কাছে। তাই, আজ লস ব্লাঙ্কোসদের জন্য এটি প্রতিশোধের রাত। অন্যদিকে, কাতালানদের জন্য সুযোগ, ‘কিংস অব ইউরোপ’ খ্যাত রিয়ালকে লিগে হারিয়ে মানসিকভাবে আরও চাপে ফেলার।
আজকের ম্যাচে সবার নজর থাকবে দুই তরুণ তারকা—ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে–এর দিকে। তাঁদের পাশাপাশি বার্সার হয়ে রাফিনহা ও পেদ্রি কিংবা রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম ও ভালভার্দেও নির্ধারণ করতে পারেন ম্যাচের গতি।
গেল মৌসুমে চার দেখায়ই বার্সেলোনার কাছে পরাজিত হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে রেকর্ড ভাঙার রাত হতে পারে আজকের বার্নাব্যু সন্ধ্যা। প্রতিশোধের আগুনে না জ্বলে পরিকল্পনায় ঠান্ডা মাথায় খেলতে পারলেই হয়তো ভাগ্য ফিরবে রিয়ালের দিকে।
সব মিলিয়ে—গৌরব, ইতিহাস আর আবেগে ভরপুর এক ‘এল ক্লাসিকো’ দেখার অপেক্ষায় আজ সারা বিশ্বের কোটি ফুটবলভক্ত।



























