সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অন্তত ২০
- প্রকাশঃ ০৮:৪৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 20
হিংসতার পর ধ্বংসস্তূপে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস | ছবি: সংগৃহীত
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস এর চিএ | ছবি: সংগৃহীত
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, রাতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে দু’জন শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে অন্তত ২০ জন আহত হন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।




























