ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্য ও অগ্রযাত্রার প্রত্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস–২০২৫ উদযাপন

ইমতিয়াজ উদ্দিন । জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশঃ ০৫:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 12

‘ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ’—এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস–২০২৫ পালিত হয়েছে সোমবার (২৭ অক্টোবর)। দিবসটি উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি। পরে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্বোধনের পর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, ছাত্র ও সাংবাদিক সংগঠন, কর্মকর্তা–কর্মচারীরা নিজ নিজ ব্যানারসহ অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় শহীদ সাজিদ ভবনের নিচতলায় চারুকলা অনুষদের উদ্যোগে ‘বার্ষিক শিল্পকর্ম ২০২৫’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি।
প্রদর্শনীতে শিক্ষক ও শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্ম, চিত্র এবং আলোকচিত্র স্থান পায়, যা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে।

দুপুরে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি।
তিনি বলেন,   ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। আমরা দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থী সংশ্লিষ্ট বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছি। আগামীতে একাডেমিক উৎকর্ষ বজায় রেখে জবিকে আরও এগিয়ে নেওয়া হবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে শিগগিরই ‘গবেষণা সপ্তাহ’ আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা গবেষণার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। পাশাপাশি শিক্ষকদের গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে।
আবাসন সংকট প্রসঙ্গে উপাচার্য বলেন, “এটি সময়সাপেক্ষ হলেও আমরা আন্তরিকভাবে কাজ করছি; আগামী বছরের মধ্যে আংশিক সমাধান আশা করছি।”

সভায় সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সাম্প্রতিক সময়ের উদ্যোগ ও সংস্কারের ফলে জবি ক্রমাগত অগ্রগতির পথে এগোচ্ছে।

অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন,   শিক্ষার্থীদের সহায়তায় তহবিল গঠন ও হেরেসমেন্ট প্রতিরোধে ‘কুইক রেসপন্স সিস্টেম’ চালুর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, সহ-সঞ্চালনায় ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুশরা জামান।

অনুষ্ঠানে উপাচার্যসহ অতিথিবৃন্দ ‘জুলাই বিপ্লব–২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ–সমস্যা–উত্তরণ)’ শীর্ষক প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৪ ও ২০২৫’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ঐক্য ও অগ্রযাত্রার প্রত্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস–২০২৫ উদযাপন

প্রকাশঃ ০৫:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

‘ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ’—এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস–২০২৫ পালিত হয়েছে সোমবার (২৭ অক্টোবর)। দিবসটি উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি। পরে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্বোধনের পর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, ছাত্র ও সাংবাদিক সংগঠন, কর্মকর্তা–কর্মচারীরা নিজ নিজ ব্যানারসহ অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় শহীদ সাজিদ ভবনের নিচতলায় চারুকলা অনুষদের উদ্যোগে ‘বার্ষিক শিল্পকর্ম ২০২৫’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি।
প্রদর্শনীতে শিক্ষক ও শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্ম, চিত্র এবং আলোকচিত্র স্থান পায়, যা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে।

দুপুরে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি।
তিনি বলেন,   ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। আমরা দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থী সংশ্লিষ্ট বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছি। আগামীতে একাডেমিক উৎকর্ষ বজায় রেখে জবিকে আরও এগিয়ে নেওয়া হবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে শিগগিরই ‘গবেষণা সপ্তাহ’ আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা গবেষণার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। পাশাপাশি শিক্ষকদের গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে।
আবাসন সংকট প্রসঙ্গে উপাচার্য বলেন, “এটি সময়সাপেক্ষ হলেও আমরা আন্তরিকভাবে কাজ করছি; আগামী বছরের মধ্যে আংশিক সমাধান আশা করছি।”

সভায় সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সাম্প্রতিক সময়ের উদ্যোগ ও সংস্কারের ফলে জবি ক্রমাগত অগ্রগতির পথে এগোচ্ছে।

অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন,   শিক্ষার্থীদের সহায়তায় তহবিল গঠন ও হেরেসমেন্ট প্রতিরোধে ‘কুইক রেসপন্স সিস্টেম’ চালুর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, সহ-সঞ্চালনায় ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুশরা জামান।

অনুষ্ঠানে উপাচার্যসহ অতিথিবৃন্দ ‘জুলাই বিপ্লব–২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ–সমস্যা–উত্তরণ)’ শীর্ষক প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৪ ও ২০২৫’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”