ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির পরও গাজায় আইডিএফের হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ১০:৪১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 14

যুদ্ধবিরতি পুনর্বহালের পরও গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আইডিএফ। বুধবার (২৯ অক্টোবর) উত্তর গাজার বেইত লাহিয়ায় কয়েক দফা বোমাবর্ষণে অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর বিবিসি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অস্ত্রাগার ধ্বংসের লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে হামাসের দাবি, এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এর আগে মঙ্গলবার রাতে দক্ষিণ গাজার রাফায় গোলাগুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হন। এরপরই উপত্যকায় নতুন করে হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই দিনের হামলায় ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে গাজায় অভিযান সমাপ্তির ঘোষণা দেয় তেলআবিব।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে তারা ‘ডজন ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তু ও সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে, হামাস বলেছে—ইসরায়েলই চুক্তি ভঙ্গ করে অঞ্চলটির পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে। তারা অভিযোগ করেছে, তেলআবিব ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি দুর্বল করার চেষ্টা করছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,

কোনও কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে না। তবে ইসরায়েলের সৈন্যদের ওপর হামলা হলে প্রতিঘাত করা তাদের অধিকার।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

যুদ্ধবিরতির পরও গাজায় আইডিএফের হামলা, নিহত ২

প্রকাশঃ ১০:৪১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

যুদ্ধবিরতি পুনর্বহালের পরও গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আইডিএফ। বুধবার (২৯ অক্টোবর) উত্তর গাজার বেইত লাহিয়ায় কয়েক দফা বোমাবর্ষণে অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর বিবিসি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অস্ত্রাগার ধ্বংসের লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে হামাসের দাবি, এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এর আগে মঙ্গলবার রাতে দক্ষিণ গাজার রাফায় গোলাগুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হন। এরপরই উপত্যকায় নতুন করে হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই দিনের হামলায় ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে গাজায় অভিযান সমাপ্তির ঘোষণা দেয় তেলআবিব।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে তারা ‘ডজন ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তু ও সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে, হামাস বলেছে—ইসরায়েলই চুক্তি ভঙ্গ করে অঞ্চলটির পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে। তারা অভিযোগ করেছে, তেলআবিব ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি দুর্বল করার চেষ্টা করছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,

কোনও কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে না। তবে ইসরায়েলের সৈন্যদের ওপর হামলা হলে প্রতিঘাত করা তাদের অধিকার।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”