ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ড. আজহারী: নতুন বাংলাদেশে পরিবর্তনের সময় এসেছে, নেতাদের হতে হবে আমানতদার

  • প্রকাশঃ ০৩:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 15

বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যে যত বড় নেতা, সে তত বেশি দুর্নীতিগ্রস্ত। তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে রয়েছে। আমাদের নেতাদের আমানতদারিতা খুবই কম।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত এক সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে চবি শাখা ছাত্রশিবিরের দাওয়া সংগঠন ‘মিনার’।

আজহারী বলেন, নতুন বাংলাদেশে একটি চমৎকার সময় এসেছে। আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে। আগামী ৫৪ বছর পরও হয়তো এমন সুযোগ আসবে না। এজন্য আমাদের উচিত রাসুল (সা.)-এর জীবনী থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের আমানতদার হতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে—যেমনটি রাসুল (সা.) ধীরে ধীরে করে নিয়েছিলেন।

তিনি তাঁর বক্তব্যে রাসুল (সা.)-এর নেতৃত্বের ১২টি মূল গুণ উল্লেখ করেন—আল্লাহভীতি (তাকওয়া), ন্যায়পরায়ণতা, দূরদৃষ্টি, সহনশীলতা, পরামর্শ গ্রহণ, দয়া ও মানবিকতা, সাহস, সহযোগিতার চেতনা, বিনয়, যোগাযোগ দক্ষতা, নৈতিক দৃঢ়তা ও আত্মত্যাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থীসহ চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, ‘মিনার’-এর চেয়ারম্যান ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি ও চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উপস্থিত ছিলেন।

সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ট্যাব এবং তৃতীয় পুরস্কার স্মার্টফোন প্রদান করা হয়। চতুর্থ থেকে ২০তম স্থান অর্জনকারীদের দেওয়া হয় সম্মাননা অর্থ, এবং ২১ থেকে ১০০তম স্থান অর্জনকারীদের মধ্যে ইসলামী বই বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ড. আজহারী: নতুন বাংলাদেশে পরিবর্তনের সময় এসেছে, নেতাদের হতে হবে আমানতদার

প্রকাশঃ ০৩:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যে যত বড় নেতা, সে তত বেশি দুর্নীতিগ্রস্ত। তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে রয়েছে। আমাদের নেতাদের আমানতদারিতা খুবই কম।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত এক সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে চবি শাখা ছাত্রশিবিরের দাওয়া সংগঠন ‘মিনার’।

আজহারী বলেন, নতুন বাংলাদেশে একটি চমৎকার সময় এসেছে। আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে। আগামী ৫৪ বছর পরও হয়তো এমন সুযোগ আসবে না। এজন্য আমাদের উচিত রাসুল (সা.)-এর জীবনী থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের আমানতদার হতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে—যেমনটি রাসুল (সা.) ধীরে ধীরে করে নিয়েছিলেন।

তিনি তাঁর বক্তব্যে রাসুল (সা.)-এর নেতৃত্বের ১২টি মূল গুণ উল্লেখ করেন—আল্লাহভীতি (তাকওয়া), ন্যায়পরায়ণতা, দূরদৃষ্টি, সহনশীলতা, পরামর্শ গ্রহণ, দয়া ও মানবিকতা, সাহস, সহযোগিতার চেতনা, বিনয়, যোগাযোগ দক্ষতা, নৈতিক দৃঢ়তা ও আত্মত্যাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থীসহ চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, ‘মিনার’-এর চেয়ারম্যান ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি ও চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উপস্থিত ছিলেন।

সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ট্যাব এবং তৃতীয় পুরস্কার স্মার্টফোন প্রদান করা হয়। চতুর্থ থেকে ২০তম স্থান অর্জনকারীদের দেওয়া হয় সম্মাননা অর্থ, এবং ২১ থেকে ১০০তম স্থান অর্জনকারীদের মধ্যে ইসলামী বই বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”