কুমিল্লায় পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
- প্রকাশঃ ১১:৩৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 21
কুমিল্লায় পুলিশের চোখের সামনেই মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন সড়কে হঠাৎ এই মিছিল বের করে সংগঠনটির কর্মীরা। প্রায় ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের দক্ষিণ পাশের একটি গলি থেকে মিছিলটি বের হয়। পরে অংশগ্রহণকারীরা ধর্মসাগর পার্কের ভেতর দিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ ব্যক্তি ছিলেন ভবঘুরে ও টোকাই প্রকৃতির।
ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাটানিশার শিমপুর এলাকার এনায়েত নামে এক ছাত্রলীগকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা গেছে। এছাড়া কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক মোশাররফ রহমান মুন মিছিল আয়োজনের পেছনে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, পুলিশ সুপারের কার্যালয়ের ২০০ গজ দূরে এবং কোতোয়ালি থানার ৩০০ গজের মধ্যে মিছিল হলো—এটা কীভাবে সম্ভব? পুলিশ কী করছে? আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানাই।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী অভিযোগ করে বলেন, দিল্লি থেকে অর্থ পাঠিয়ে কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনা টোকাই দিয়ে এসব মিছিল করাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত তাদের আইনের আওতায় আনা।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কয়েকজন টোকাই সকালে ওই মিছিলটি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী জানান, আমরা ভিডিও ফুটেজটি পর্যালোচনা করেছি। ইতিমধ্যে একটি টিম কাজ শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভিডিও ফুটেজ যাচাই করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।






















