বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২ লাখ টাকার ঘর ছাড়াল
- প্রকাশঃ ০৯:৪১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 15
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ এক হাজার ৭৭৫ টাকায়। এছাড়া— ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৫৯২ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি এবং ডলারের বিনিময় হারের পরিবর্তন দেশীয় বাজারে স্বর্ণের দামে প্রভাব ফেলছে।


























