ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:১৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 10

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মাজার এলাকা গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে এক ব্যক্তির গোয়ালঘরে ঢুকে গরু চুরির চেষ্টা চালানো হয়। গরুগুলো পিকআপে তোলার সময় স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। ধাওয়া করার সময় অভিযুক্তরা পালাতে গিয়ে প্রথমে পাশের জঙ্গলে এবং পরে পুকুরে লাফ দেয়। এরপর তাদের ধরে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান, আর আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

জেলা পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু

প্রকাশঃ ১১:১৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মাজার এলাকা গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে এক ব্যক্তির গোয়ালঘরে ঢুকে গরু চুরির চেষ্টা চালানো হয়। গরুগুলো পিকআপে তোলার সময় স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। ধাওয়া করার সময় অভিযুক্তরা পালাতে গিয়ে প্রথমে পাশের জঙ্গলে এবং পরে পুকুরে লাফ দেয়। এরপর তাদের ধরে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান, আর আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

জেলা পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”