ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে আ. লীগ নেতার বোনের বাড়িতে তিন বালতি তাজা ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৮:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 10

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তিন বালতি ভর্তি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেলে মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন সেলিনা আক্তারের স্বামী দেলোয়ার বেপারীর ভাড়াটিয়া আনোয়ার হোসেনের বসতঘরে এ অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনীর অভিযানে আনোয়ার হোসেনের দোচালা টিনের ঘর ও ড্রেনের ভেতর থেকে তিনটি কাঠের গুঁড়ি ভর্তি বালতিতে ৪০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ সময় ১০০টির মতো ককটেল তৈরির খালি কৌটা ও সরঞ্জামও পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে চর ডুমুরিয়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. হাসান বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নে জামাই।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “সহিংসতায় ব্যবহারের উদ্দেশ্যে এসব ককটেল তৈরি ও মজুত করা হয়েছিল।” তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর ১৯ বীর ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ককটেলগুলো উদ্ধার করে।

উদ্ধার করা তিন বালতি অবিস্ফোরিত ককটেল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মুন্সীগঞ্জে আ. লীগ নেতার বোনের বাড়িতে তিন বালতি তাজা ককটেল উদ্ধার

প্রকাশঃ ০৮:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তিন বালতি ভর্তি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেলে মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন সেলিনা আক্তারের স্বামী দেলোয়ার বেপারীর ভাড়াটিয়া আনোয়ার হোসেনের বসতঘরে এ অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনীর অভিযানে আনোয়ার হোসেনের দোচালা টিনের ঘর ও ড্রেনের ভেতর থেকে তিনটি কাঠের গুঁড়ি ভর্তি বালতিতে ৪০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ সময় ১০০টির মতো ককটেল তৈরির খালি কৌটা ও সরঞ্জামও পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে চর ডুমুরিয়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. হাসান বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নে জামাই।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “সহিংসতায় ব্যবহারের উদ্দেশ্যে এসব ককটেল তৈরি ও মজুত করা হয়েছিল।” তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর ১৯ বীর ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ককটেলগুলো উদ্ধার করে।

উদ্ধার করা তিন বালতি অবিস্ফোরিত ককটেল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”