খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, গুলিতে নিহত ১
- প্রকাশঃ ১১:১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 8
খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় বিএনপি নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইমদাদুল হক (৫৫)। তিনি ইউসেপ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। আহত মামুন শেখ যোগীপোল ইউনিয়নের ইউপি সদস্য এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার কার্যালয়টি স্থানীয় বিএনপির অফিস হিসেবে ব্যবহৃত হয়।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান জানান, রাতে মামুন শেখ নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত ৯টার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত অফিসের সামনে এসে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। পরে মামুন শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ও ইমদাদুল হক গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন। আহত মামুন শেখ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।




























