জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
- প্রকাশঃ ০৩:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 8
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই সুবিধার আওতায় আসবেন।
সোমবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক জনস্বার্থমূলক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট www.ecs.gov.bd–এ। এছাড়া ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেল @BangladeshECS–এ সংশ্লিষ্ট দিকনির্দেশনা প্রকাশ করা হবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন,
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। যেসব প্রবাসী ভোটার ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত থাকবেন, তারা এ ভোট দিতে পারবেন।
তিনি আরও জানান, আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপটির উদ্বোধন করা হবে। উদ্বোধনের সময় কতদিন পর্যন্ত নিবন্ধন করা যাবে, তাও জানানো হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশের বাইরে অবস্থানরত লাখো প্রবাসী নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে, যা বাংলাদেশে নির্বাচনী অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: নির্বাচন কমিশন, গণমাধ্যম বার্তা


























