ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ ‘এমভি স্পার এরিস’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 7

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে দ্বিতীয় জাহাজটি । ইনসেটে আমদানি করা গম ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি স্পার এরিস’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার (৩ নভেম্বর) ভোর ৪টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি চুক্তি নং ১ এর অধীনে দ্বিতীয় জাহাজটি যুক্তরাষ্ট্রের করপাস ক্রিস্টি বন্দর থেকে যাত্রা করে কুতুবদিয়া উপকূলে নোঙর করে।

এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নোর্স স্ট্রাইড’ নামের জাহাজটি কিছুদিন আগে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। বর্তমানে দ্বিতীয় চালানের গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর দ্রুত গম খালাসের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

এর আগে, গত ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) এর আলোকে এই আমদানি কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ রাশিয়া, ইউক্রেন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল এর কাছ থেকে জি-টু-জি পদ্ধতিতে এই গম কেনা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, প্রতি মেট্রিক টন গমের মূল্য ৩০২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করে।

এই আমদানি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ ‘এমভি স্পার এরিস’

প্রকাশঃ ০৫:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে দ্বিতীয় জাহাজটি । ইনসেটে আমদানি করা গম ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি স্পার এরিস’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার (৩ নভেম্বর) ভোর ৪টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি চুক্তি নং ১ এর অধীনে দ্বিতীয় জাহাজটি যুক্তরাষ্ট্রের করপাস ক্রিস্টি বন্দর থেকে যাত্রা করে কুতুবদিয়া উপকূলে নোঙর করে।

এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নোর্স স্ট্রাইড’ নামের জাহাজটি কিছুদিন আগে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। বর্তমানে দ্বিতীয় চালানের গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর দ্রুত গম খালাসের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

এর আগে, গত ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) এর আলোকে এই আমদানি কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ রাশিয়া, ইউক্রেন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল এর কাছ থেকে জি-টু-জি পদ্ধতিতে এই গম কেনা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, প্রতি মেট্রিক টন গমের মূল্য ৩০২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করে।

এই আমদানি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”