ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুকে বাঁচাতে গিয়ে রাজশাহীর বড়াল নদে দুই কিশোরের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 5

রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার থানাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) এবং কৈ এলাকার সজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)। তারা দু’জনেই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে বিকেলে বড়াল নদীর তীরে ফুটবল খেলার পর গোসল করতে নামে। নদীর একাংশে পানি কম থাকলেও অন্য অংশে গভীর পানি ও স্রোত ছিল। এ সময় রিহান পানির গভীর স্থানে নেমে ডুবে যাওয়ার উপক্রম হলে, তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বন্ধু মাহিদ। কিন্তু রিহানকে উদ্ধার করতে গিয়ে সেও তলিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তারা দু’জন স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় অভিযান চালায়। পরে বিকেল চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি নিছক দুর্ঘটনা। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, বড়াল নদীর কিছু জায়গায় গভীর পানির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী নদীর বিপজ্জনক অংশে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

বন্ধুকে বাঁচাতে গিয়ে রাজশাহীর বড়াল নদে দুই কিশোরের মৃত্যু

প্রকাশঃ ০৯:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার থানাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) এবং কৈ এলাকার সজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)। তারা দু’জনেই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে বিকেলে বড়াল নদীর তীরে ফুটবল খেলার পর গোসল করতে নামে। নদীর একাংশে পানি কম থাকলেও অন্য অংশে গভীর পানি ও স্রোত ছিল। এ সময় রিহান পানির গভীর স্থানে নেমে ডুবে যাওয়ার উপক্রম হলে, তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বন্ধু মাহিদ। কিন্তু রিহানকে উদ্ধার করতে গিয়ে সেও তলিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তারা দু’জন স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় অভিযান চালায়। পরে বিকেল চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি নিছক দুর্ঘটনা। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, বড়াল নদীর কিছু জায়গায় গভীর পানির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী নদীর বিপজ্জনক অংশে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”