অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দিনব্যাপী অবস্থান কর্মসূচি
- প্রকাশঃ ০৯:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 5
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা ও অপসারণের দাবিতে একাডেমিক ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা । ছবি: প্রজন্ম কথা
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা একাডেমিক ভবনে ক্লাস বর্জন করে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থী মো. আমিন উদ্দিন বলেন, অধ্যক্ষ সোহরাব হোসেন পূর্বে যে সকল প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন, সেখানে একাধিক দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এসবের প্রমাণ আমাদের কাছে রয়েছে। একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের নৈতিক যোগ্যতা তিনি হারিয়েছেন। তাই আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হয়েছি।
তিনি আরও বলেন, “কর্তৃপক্ষ আগামী দুই কর্মদিবসের মধ্যে যদি অধ্যক্ষকে প্রত্যাহার না করেন, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হব।”
দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী আমিন, লিটন, আপন, তামিম, অপূর্ব, নাসিম, হাফিজুর, মাহদি, জয়, আকাশ, রেজুয়ান, সানি, মহসিন, ফরহাদ তাসিকসহ অনেকে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর একই দাবিতে শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করেছিলেন।


























