ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডব, নিহত ৫৮
- প্রকাশঃ ১১:১৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 4
শক্তিশালী টাইফুন ‘কালমেগি’ (স্থানীয় নাম ‘টিনো’)-এর আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। দেশটির মধ্যাঞ্চলে ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি হারিয়ে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে মধ্য ফিলিপাইনের উপকূলে আঘাত হানে কালমেগি। ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত, ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। এখনও দেশটির বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রশাসনের উদ্যোগে প্রায় চার লাখ মানুষকে আগেভাগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। তবে ঝড়ের তীব্রতায় বহু এলাকায় টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শক্তিশালী এই টাইফুন শুধু ভিসায়াস দ্বীপপুঞ্জই নয়, বরং লুজন ও মিন্দানাও দ্বীপেও আঘাত হানে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। বর্তমানে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।
সরকার ও উদ্ধারকর্মীরা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে এখনো অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ফিলিপাইন মেটিওরোলজিক্যাল এজেন্সি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম

























