চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ, হাসপাতালে চিকিৎসাধীন
- প্রকাশঃ ০৭:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 2
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় দু’পক্ষের সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
স্থানীয় সূত্রে জানা যায়, হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এরশাদ উল্লাহ ছাড়াও সরোয়ার নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হন। বিএনপির এক নেতা জানান, সংঘর্ষে আরও দুই থেকে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমি নিজেও হাসপাতালে যাচ্ছি। তবে কারা গুলি করেছে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।”
এ ঘটনার পর চট্টগ্রাম-৮ আসনে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।























