ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে সাবেক বিএনপি নেতা এনামুলসহ সাতজন অস্ত্রসহ আটক

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 3

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রাম থেকে সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লাসহ সাতজনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক বিএনপি নেতা ও সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল বুধবার গভীর রাতে বরকুল গ্রামে অভিযান চালায়। এ সময় এনামুল হক মোল্লার বাড়ি তল্লাশি করে দুইটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নিল গান ও একটি চাকু উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

শ্রীপুরে সাবেক বিএনপি নেতা এনামুলসহ সাতজন অস্ত্রসহ আটক

প্রকাশঃ ০৩:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রাম থেকে সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লাসহ সাতজনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক বিএনপি নেতা ও সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল বুধবার গভীর রাতে বরকুল গ্রামে অভিযান চালায়। এ সময় এনামুল হক মোল্লার বাড়ি তল্লাশি করে দুইটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নিল গান ও একটি চাকু উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”