ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাহানারার অভিযোগে বিসিবির তদন্ত কমিটি, ১৫ কার্যদিবসে প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 6

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানায়, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী ক্রিকেট দলে ঘটে যাওয়া যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ উত্থাপন করেন। তিনি অভিযোগে সাবেক নির্বাচক, দলের ইনচার্জ, ম্যানেজারসহ কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করেন।

বিসিবি সূত্র জানিয়েছে, বোর্ড অভিযোগগুলোকে গুরুত্বসহকারে নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংস্থাটি এক বিবৃতিতে জাহানারাকে সমর্থন জানিয়ে দ্রুততম সময়ে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাহানারা আলমের। বাংলাদেশের জার্সিতে তিনি ১২০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং কিছু সময়ের জন্য ছিলেন জাতীয় দলের অধিনায়ক।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জাহানারার অভিযোগে বিসিবির তদন্ত কমিটি, ১৫ কার্যদিবসে প্রতিবেদন জমা

প্রকাশঃ ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানায়, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী ক্রিকেট দলে ঘটে যাওয়া যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ উত্থাপন করেন। তিনি অভিযোগে সাবেক নির্বাচক, দলের ইনচার্জ, ম্যানেজারসহ কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করেন।

বিসিবি সূত্র জানিয়েছে, বোর্ড অভিযোগগুলোকে গুরুত্বসহকারে নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংস্থাটি এক বিবৃতিতে জাহানারাকে সমর্থন জানিয়ে দ্রুততম সময়ে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাহানারা আলমের। বাংলাদেশের জার্সিতে তিনি ১২০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং কিছু সময়ের জন্য ছিলেন জাতীয় দলের অধিনায়ক।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”