ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 6

সমাবেশে বক্তব্যকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে দেশের চিত্র পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

জামায়াত আমির বলেন, মানুষ পরিবর্তন চায়। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই। কেউ বলেছে, তারা জামায়াত বাদে সবাইকে নিয়ে কাজ করবে। আমরা বলছি— আল্লাহ যদি আমাদের সরকারে বসান, তাহলে তাদেরসহ সবাইকে নিয়েই আমরা দেশ গড়ব। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ উপহার দেব।

তিনি আরও বলেন, একদল লুটপাট করে বিদেশে সম্পদ গড়েছে, মানুষ অত্যাচারের শিকার হয়েছে— আমরা সে পথে নই। জনগণ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের কেউ থামাতে পারবে না।

শিক্ষা, দুর্নীতি দমন ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা শিক্ষার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। সমাজ নষ্ট করা ইঁদুরদের তাড়াতে চাই। আগামীতে আমাদের কেউ এমপি নির্বাচিত হলে তারা সরকারি প্লট নেবে না বা বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না।”

প্রবাসীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়েছি। ক্ষমতায় গেলে দেশ গঠনে প্রবাসীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করব।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “দীর্ঘ ১৫ বছরে দেশে এমন এক সময় এসেছে, যখন মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। গুম, খুন, দমন-পীড়নে দেশ ছিল আতঙ্কের রাজ্যে। আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এখনো আছি— এটাই আল্লাহর ফয়সালা।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে কেউ যদি আমাদের ওপর অন্যায় করার চেষ্টা করে, তাহলে আমরাও চুপ থাকব না। সতর্ক থাকুন, যেন বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের মুখে না পড়ে।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর নায়েবে আমির ডা. নূরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী ও বন্ধুপ্রতীম রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ক্ষমতায় গেলে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

প্রকাশঃ ১২:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

সমাবেশে বক্তব্যকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে দেশের চিত্র পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

জামায়াত আমির বলেন, মানুষ পরিবর্তন চায়। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই। কেউ বলেছে, তারা জামায়াত বাদে সবাইকে নিয়ে কাজ করবে। আমরা বলছি— আল্লাহ যদি আমাদের সরকারে বসান, তাহলে তাদেরসহ সবাইকে নিয়েই আমরা দেশ গড়ব। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ উপহার দেব।

তিনি আরও বলেন, একদল লুটপাট করে বিদেশে সম্পদ গড়েছে, মানুষ অত্যাচারের শিকার হয়েছে— আমরা সে পথে নই। জনগণ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের কেউ থামাতে পারবে না।

শিক্ষা, দুর্নীতি দমন ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা শিক্ষার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। সমাজ নষ্ট করা ইঁদুরদের তাড়াতে চাই। আগামীতে আমাদের কেউ এমপি নির্বাচিত হলে তারা সরকারি প্লট নেবে না বা বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না।”

প্রবাসীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়েছি। ক্ষমতায় গেলে দেশ গঠনে প্রবাসীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করব।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “দীর্ঘ ১৫ বছরে দেশে এমন এক সময় এসেছে, যখন মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। গুম, খুন, দমন-পীড়নে দেশ ছিল আতঙ্কের রাজ্যে। আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এখনো আছি— এটাই আল্লাহর ফয়সালা।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে কেউ যদি আমাদের ওপর অন্যায় করার চেষ্টা করে, তাহলে আমরাও চুপ থাকব না। সতর্ক থাকুন, যেন বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের মুখে না পড়ে।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর নায়েবে আমির ডা. নূরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী ও বন্ধুপ্রতীম রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”