ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 2

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না ভারত—এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, নয়াদিল্লি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজনাথ সিং। শুক্রবার (৭ নভেম্বর) গ্রুপটির সংবাদমাধ্যম ফার্স্টপোস্টে প্রকাশিত প্রতিবেদনে সাক্ষাৎকারটির বিস্তারিত তুলে ধরা হয়।

রাজনাথ সিং বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত—তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা। তিনি আরও বলেন, ভারত সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। তবে আমাদের লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।

ফার্স্টপোস্ট জানায়, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

ভারতীয় বিশ্লেষকদের মতে, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নয়াদিল্লি চায়—ঢাকার সঙ্গে সম্পর্ক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে এগিয়ে যাক।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

প্রকাশঃ ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না ভারত—এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, নয়াদিল্লি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজনাথ সিং। শুক্রবার (৭ নভেম্বর) গ্রুপটির সংবাদমাধ্যম ফার্স্টপোস্টে প্রকাশিত প্রতিবেদনে সাক্ষাৎকারটির বিস্তারিত তুলে ধরা হয়।

রাজনাথ সিং বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত—তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা। তিনি আরও বলেন, ভারত সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। তবে আমাদের লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।

ফার্স্টপোস্ট জানায়, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

ভারতীয় বিশ্লেষকদের মতে, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নয়াদিল্লি চায়—ঢাকার সঙ্গে সম্পর্ক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে এগিয়ে যাক।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”