বিইউএফটি শিক্ষার্থীদের সাত দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন

- প্রকাশঃ ০৬:৫২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / 31
অতিরিক্ত চার্জ বাতিল, অবকাঠামোগত উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান! বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-র শিক্ষার্থীরা সাত দফা যৌক্তিক দাবির পক্ষে আজ সকাল থেকে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন। দাবি বাস্তবায়নে প্রশাসনের দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বিকাল ৩টা ৩০ মিনিটের মধ্যে সুস্পষ্ট সিদ্ধান্ত প্রত্যাশা করছেন।
শিক্ষার্থীদের উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. ইনস্টলমেন্টের অতিরিক্ত চার্জ বাতিল এবং পূর্বের নিয়ম পুনঃপ্রতিষ্ঠা
টিউশন ফি তিনটি কিস্তিতে পরিশোধের পূর্ববর্তী নিয়ম পুনর্বহাল এবং ইনস্টলমেন্টের আবেদন UCAM প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
২. সেন্ট্রাল এসি ও নেটওয়ার্ক সমস্যার স্থায়ী সমাধান
ক্যাম্পাসের সেন্ট্রাল এসি সম্পূর্ণ সচল রাখার পাশাপাশি ক্যাফেটেরিয়াতেও এসি স্থাপনের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ওয়াই-ফাই এবং নেটওয়ার্ক সমস্যারও কার্যকর সমাধান চাওয়া হয়েছে।
৩. লিফট, ল্যাব এবং পরিবহন সুবিধার সম্প্রসারণ
বর্তমানে সচল থাকা চারটি শিক্ষার্থী লিফট নিয়মিত সচল রাখার পাশাপাশি অতিরিক্ত লিফট স্থাপন, ল্যাব সুবিধা এবং পরিবহন ব্যবস্থার উন্নয়ন দাবি করা হয়েছে।
৪. ক্যাফেটেরিয়ার খাবারের মান ও মূল্য নিয়ন্ত্রণ
ক্যাফেটেরিয়ায় স্বাস্থ্যসম্মত এবং সুলভ মূল্যের খাবার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সার্বক্ষণিক তদারকি এবং বসার জায়গা বৃদ্ধির দাবিও জানানো হয়েছে।
৫. মেয়েদের হোস্টেলের সমস্যা সমাধান ও স্বাস্থ্যসেবার উন্নয়ন
হোস্টেলের নিরাপত্তা, ভাড়া ও অন্যান্য সুবিধার মানোন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের দাবি করা হয়েছে।
৬. ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর IEB স্বীকৃতি নিশ্চিতকরণ
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর জন্য ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) এর স্বীকৃতি অর্জনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
৭. শিক্ষার্থীদের ন্যায্য সমস্যার সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকা
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যেকোনো যৌক্তিক দাবি ও সমস্যার দ্রুত ও আন্তরিক সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
“আশ্বাস নয়, বাস্তবায়ন চাই” — এই স্লোগান ধারণ করে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে আজ বিকাল ৩:৩০-এর মধ্যে লিখিতভাবে সুস্পষ্ট সিদ্ধান্ত চেয়েছেন। দাবিগুলো বাস্তবায়িত না হলে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।
আন্দোলনকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কেউ চাইলে সাত দফার বাইরেও অতিরিক্ত যৌক্তিক দাবিগুলো প্ল্যাকার্ডের মাধ্যমে উপস্থাপন করছেন।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে উল্লেখ করেছেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব ও পরিচয়। এখানে যা কিছু ঘটবে, তার প্রতিফলন পড়বে আমাদের ভবিষ্যতের উপর। তাই আন্দোলন হবে শান্তিপূর্ণ, পরিপক্ব এবং সম্মানজনক।