দুমকীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও সাইবার অপরাধ প্রতিরোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

- প্রকাশঃ ১০:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 12
পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী চরগরবদি আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে আয়োজিত হলো স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা।
রবিবার (৪ মে) দুপুর ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে স্কুলপর্যায়ে থেকেই সচেতনতা সৃষ্টি করা জরুরি।”
সভায় মাদকাসক্তির ভয়াবহতা, ইভটিজিংয়ের সামাজিক প্রভাব, বাল্যবিবাহ ও যৌতুকের কুফল, এবং সাইবার অপরাধ—বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, গুজব ছড়ানো ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম হাওলাদার বলেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করা আমাদের অন্যতম দায়িত্ব।”
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে তারা সরাসরি প্রশ্ন করে এবং সংশ্লিষ্ট বিষয়ের উত্তর জানতে পারে।
উপস্থিত সকলে মনে করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে অপরাধবিরোধী মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।