দাবি না মানলে রংপুর অচল করার হুমকি বিএনপি নেতাকর্মীদের

- প্রকাশঃ ০৩:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 38
নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিঃশর্ত মুক্তি না দিলে রংপুর অঞ্চল অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
গত কয়েকদিন ধরে নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে আন্দোলন চললেও, শনিবার (৩ মে) রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে সরাসরি কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। রংপুরস্থ নীলফামারীবাসী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।
এ বিষয়ে রোববার (৪ মে) প্রজন্মকথাকে বিষয়টি নিশ্চিত করেছেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) রংপুর আঞ্চলিক চ্যাপ্টারের মহাসচিব ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ার। তিনি বলেন,
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন একজন পরিছন্ন রাজনীতিক ও পেশাজীবীদের গর্ব। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না পেয়ে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার নামে কর ফাঁকি ও দুর্নীতির তিনটি মিথ্যা মামলা দায়ের করে।
তিনি জানান, এসব মামলায় ২০০৮ সালে আদালত তুহিনকে পৃথকভাবে তিন বছর, পাঁচ বছর এবং দশ বছরের সাজা দেন। দীর্ঘ ১৭ বছর পর গত ২৯ এপ্রিল তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, শ্রম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা মনিরুজ্জামান সুইডেনসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আলতাফ, রফিক, ডাক্তার নিখিল রায়, কৃষিবিদ হালিম, কৃষিবিদ লাভলু, অ্যাডভোকেট শফি, জিয়া পরিষদের রোকনুজ্জামান রোকন ও তানজিমসহ অনেকে।
বক্তারা বলেন, জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য এবং নীলফামারীর অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় রংপুর অঞ্চল অচল করে দেওয়ার মত বৃহত্তর কর্মসূচির দিকে যেতে হবে।