আমাদের কোনো অভিভাবক নেই- সুনামগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

- প্রকাশঃ ০৯:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 18
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সুনামগঞ্জে কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (৫ মে ২০২৫) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতিতে জেলার সকল বিচার বিভাগীয় কর্মচারীরা অংশ নেন। কর্মসূচি চলাকালীন বক্তারা বলেন, আমরা বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্তরে কাজ করলেও বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়, বদলি করে হাইকোর্ট বিভাগ, আর বেতন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কার্যত আমাদের কোনো অভিভাবক নেই।
ছবি: প্রজন্ম কথা
তাঁরা আরও বলেন, বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য স্বতন্ত্র নিয়োগবিধি ও উপযুক্ত বেতন কাঠামো প্রণয়নের মাধ্যমে এ বৈষম্য দূর করা না হলে আগামীতে কর্মসূচি আরও জোরদার করা হবে।
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এনাম আহমেদসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দুই দফা দাবি মেনে ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সুনামগঞ্জ প্রতিনিধি: তুর্য দাস
সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”