ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেইলি রোডে রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

  • প্রকাশঃ ০১:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 15

রাজধানীর বেইলি রোডে অবস্থিত একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার সোমবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেইলি রোডের ১০ তলা ভবন ‘ক্যাপিটাল সিরাজ সেন্টার’-এর নিচতলার একটি রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথমে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৫টি ইউনিট যুক্ত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকান ও ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

বেইলি রোডে রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

প্রকাশঃ ০১:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

রাজধানীর বেইলি রোডে অবস্থিত একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার সোমবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেইলি রোডের ১০ তলা ভবন ‘ক্যাপিটাল সিরাজ সেন্টার’-এর নিচতলার একটি রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথমে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৫টি ইউনিট যুক্ত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকান ও ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”