পিরোজপরে রহমাত সমিতির বিরুদ্ধে কোটি টাকার প্রতারণা অভিযোগ: গ্রাহকদের বিক্ষোভ

- প্রকাশঃ ০৩:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 15
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আরামকাঠি এলাকায় অবস্থিত “রহমাত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড”–এর মালিক মোঃ রহমাতুল্লাহ–এর বিরুদ্ধে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রাহক ও সদস্যরা সোমবার সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সমিতির মালিকের গ্রেপ্তার ও আত্মসাৎকৃত অর্থ ফেরতের দাবিতে জোরালো স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত টাকা সমিতিতে জমা দিয়ে আসছিলেন ভবিষ্যৎ সুরক্ষার আশায়। শুরুতে সমিতির কার্যক্রম স্বাভাবিক থাকলেও সম্প্রতি তারা জানতে পারেন—সমিতির প্রতিষ্ঠাতা মোঃ রহমাতুল্লাহ একাধিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে এলাকা ছেড়ে আত্মগোপনে গিয়েছেন।
একজন ভুক্তভোগী নারী বলেন, আমি দরিদ্র মানুষ। প্রতিমাসে সঞ্চয় করেছি—ভবিষ্যতের জন্য। এখন সব শেষ হয়ে গেল। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, যেন আমাদের টাকা ফেরত পাই এবং প্রতারককে আইনের আওতায় আনা হয়।
আরেক ক্ষুব্ধ সদস্য বলেন, এটা কোনো একক ব্যক্তির ক্ষতি নয়, পুরো এলাকাবাসী প্রতারিত হয়েছে। রহমাত সমিতি বিশ্বাস ভেঙে দিয়েছে। আমরা বিচার চাই।
নেছারাবাদ থানার একজন কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গ্রামীণ এলাকাগুলোতে এ ধরনের বহু বেসরকারি সমবায় সমিতি কার্যক্রম চালালেও, অনেক সময় সেগুলোর সরকারি অনুমোদন কিংবা তদারকি ব্যবস্থা থাকে না। ফলে সাধারণ মানুষ সহজেই প্রতারণার শিকার হয়ে পড়ে। এই ঘটনায়ও রহমাত সমিতির বিরুদ্ধে এমন অনিয়ম ও প্রতারণার অভিযোগ ওঠায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত গ্রাহকরা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন প্রতারক মালিক মোঃ রহমাতুল্লাহকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, আত্মসাৎকৃত অর্থ দ্রুত উদ্ধার করে ভুক্তভোগীদের মাঝে ফেরত দেওয়া হোক, ভবিষ্যতে এমন প্রতারণা ঠেকাতে স্থানীয়ভাবে অবৈধ সমবায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।