তিতুমীর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচি

- প্রকাশঃ ০৮:০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 7
সরকারি তিতুমীর কলেজের ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার শহীদ বরকত মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচি – বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম।
গৌরবের সাতান্নতে তিতুমীর, ভালোবাসায় বিংশে বাঁধন রক্তে লেখা হাজারো গল্প
জীবন রক্ষায় একটাই বন্ধন!”—এই মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই মহৎ উদ্যোগটি নিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন সরকারি তিতুমীর কলেজ ইউনিট’, ঢাকা জোন। আজ সকাল ১০:৩০ টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এই কর্মসূচিতে তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিন অংশগ্রহণ করে বলেন, “প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা দরকার। আধুনিক যুগে অনেক সময় অনেকের রক্তের প্রয়োজন হয়। আজকে আমি আমার রক্তের গ্রুপ জানতে পারলাম। পরবর্তীতে একই গ্রুপের রক্তের প্রয়োজন হলে আমি ব্লাড ডোনেট করতে পারব।”
আজকের কর্মসূচিতে উপস্থিত বাঁধনকর্মী মিতি রহমান প্রজন্ম কথা কে জানান, “তিতুমীর কলেজে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষার্থী পড়তে আসে। অনেকেই তাদের রক্তের গ্রুপ জানে না কিংবা রক্তের গ্রুপ টেস্ট সম্পর্কে সঠিক ধারণা রাখে না। যাতে করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারে, নিজেরা সচেতন হতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে থাকা তাদের পরিবারকেও সচেতন করতে পারে—এই উদ্দেশ্যকে সামনে রেখে তিতুমীর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাঁধন তিতুমীর কলেজ ইউনিট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচির আয়োজন করে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, বাঁধন তিতুমীর কলেজ ইউনিট বিগত বছর ধরে সরকারি তিতুমীর কলেজ ও ক্যাম্পাসের আশেপাশের হাসপাতালগুলোতে নিয়মিত রক্তদানের আয়োজন করে আসছে।