ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবক গুরুতর আহত

  • প্রকাশঃ ০১:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 38

সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মোজাম্মেল হোসেন মুন্না (২২) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। আজ সকালে দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্না রেল লাইনের পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে গাল্লী বিলের দিক মুখ করে মোবাইল ফোনে কথা বলছিলেন। সময় সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পেছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আহত যুবকের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোলাঘাট নয়াটিল্লা গ্রামে। তিনি জনাব আব্দুর রউফ (রুহুল) মিয়ার ছেলে।

ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে মুন্নাকে উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠ মাথায় আঘাত রয়েছে, তবে অবস্থার অবনতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি: মো. করিম উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

সিলেটে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবক গুরুতর আহত

প্রকাশঃ ০১:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মোজাম্মেল হোসেন মুন্না (২২) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। আজ সকালে দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্না রেল লাইনের পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে গাল্লী বিলের দিক মুখ করে মোবাইল ফোনে কথা বলছিলেন। সময় সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পেছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আহত যুবকের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোলাঘাট নয়াটিল্লা গ্রামে। তিনি জনাব আব্দুর রউফ (রুহুল) মিয়ার ছেলে।

ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে মুন্নাকে উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠ মাথায় আঘাত রয়েছে, তবে অবস্থার অবনতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি: মো. করিম উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”