ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় দিতে এসে নবম শ্রেণির শিক্ষার্থী আটক

  • প্রকাশঃ ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 16

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক কিশোর ধরা পড়েছেন। শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলাকালীন পরীক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৎপরতায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. আব্দুস সুবহান, পিতা মো. ফারুক, মাতা মোছাঃ খাদিজা খাতুন, ঠিকানা কেওয়া নতুন বাজার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর থানা, গাজীপুর। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, “তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দিনাজপুরের সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মো. আজমাইন ফাইক-এর হয়ে প্রক্সি দিতে এসেছিলেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, “এটি একটি গুরুতর অপরাধ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।”

বেরোবি ক্যাম্পের ইনচার্জ মো. আজিজুল হক জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে এবং আটক ব্যক্তির কাছে কোনো ডিজিটাল ডিভাইস ছিল কি না সে বিষয়েও তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের অপরাধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ভবিষ্যতে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আরও কড়া নজরদারির ঘোষণা দিয়েছে।

প্রতিবেদক: রাকিবুল হাসান মুন্না

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় দিতে এসে নবম শ্রেণির শিক্ষার্থী আটক

প্রকাশঃ ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক কিশোর ধরা পড়েছেন। শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলাকালীন পরীক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৎপরতায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. আব্দুস সুবহান, পিতা মো. ফারুক, মাতা মোছাঃ খাদিজা খাতুন, ঠিকানা কেওয়া নতুন বাজার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর থানা, গাজীপুর। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, “তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দিনাজপুরের সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মো. আজমাইন ফাইক-এর হয়ে প্রক্সি দিতে এসেছিলেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, “এটি একটি গুরুতর অপরাধ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।”

বেরোবি ক্যাম্পের ইনচার্জ মো. আজিজুল হক জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে এবং আটক ব্যক্তির কাছে কোনো ডিজিটাল ডিভাইস ছিল কি না সে বিষয়েও তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের অপরাধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ভবিষ্যতে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আরও কড়া নজরদারির ঘোষণা দিয়েছে।

প্রতিবেদক: রাকিবুল হাসান মুন্না

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা