সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা, সতর্কতা জারি

- প্রকাশঃ ০১:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 50
সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী কারফিউ ঘোষণার পরই বিজিবির ২৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষত দোয়ারাবাজার উপজেলার ১২ কিলোমিটার সীমান্ত এলাকায় চলছে অতিরিক্ত টহল ও সচেতনতা কার্যক্রম।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ২ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের অধীন সীমান্তবর্তী এলাকায় প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। এই ঘোষণা আসার পরই দোয়ারাবাজারের বাঁশতলা ও পেকপাড়া-বাগানবাড়ী ক্যাম্পসংলগ্ন সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্তের কিছু এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, ফলে ওইসব পথ ব্যবহার করে গরু, পেঁয়াজ, চিনি, মাদক ও কসমেটিক্সসহ নানা ভারতীয় পণ্য এপারে প্রবেশ করছে। বিপরীতে বাংলাদেশ থেকে ইলিশ, সুপারি, শিং মাছসহ দেশীয় পণ্য যাচ্ছে ওপারে।
এছাড়াও রোহিঙ্গা অনুপ্রবেশ ও পুশইন রোধে সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, “সীমান্তের কিছু লোক বিজিবির নজর এড়িয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। তারা যাতে কারফিউ চলাকালে বিপদে না পড়ে, সেজন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে সভা ও সচেতনতামূলক আলোচনা চালিয়ে তাদের সতর্ক করা হচ্ছে।
সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তের মধ্যে দোয়ারাবাজারের ১২ কিলোমিটার এলাকায় বিশেষ নজরদারি থাকলেও বাকি অংশে স্বাভাবিক কার্যক্রম বজায় রয়েছে। তবে, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবিকে সর্বত্র সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিবেদকঃ তুর্য দাস