সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে পিরিয়ডকালীন স্বাস্থ্য সচেতনতায় সেমিনার ও ভেন্ডিং মেশিন উদ্বোধন

- প্রকাশঃ ০৩:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / 37
নারীস্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়াতে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘পিরিয়ডকালীন স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা’ বিষয়ক সেমিনার।
ছবি: প্রজন্ম কথা
গত ১৩ এপ্রিল আয়োজিত এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে এক্সিলেন্স বাংলাদেশ ও ফ্রেশ অনন্যা। নারী শিক্ষার্থীদের মধ্যে পিরিয়ডকালীন স্বাস্থ্য সচেতনতা, PMS (Pre-Menstrual Syndrome) এবং PCOS (Polycystic Ovary Syndrome) বিষয়ে ধারণা ও সচেতনতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সেমিনারে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাঁরা নারী স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
সেমিনারের মূল আকর্ষণ ছিল চিকিৎসা বিশেষজ্ঞদের নেতৃত্বে একটি ইন্টারেক্টিভ সেশন, যেখানে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত স্বাস্থ্যজিজ্ঞাসা উপস্থাপন করতে পারেন। PMS এবং PCOS-এর লক্ষণ, প্রতিকার এবং জীবনধারায় পরিবর্তনের মাধ্যমে এসব সমস্যার মোকাবিলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন। এই মেশিনটি শিক্ষার্থীদের সহজে ও স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন পাওয়ার সুযোগ করে দেবে, যা দীর্ঘমেয়াদে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফ্রেশ অনন্যা সেমিনারস্থলে একটি বিক্রয় ও সচেতনতা বুথ স্থাপন করে, যেখানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ ও পণ্য নমুনা বিতরণ করা হয়।
এক্সিলেন্স বাংলাদেশ এসইউ টিমের সাধারণ সম্পাদক এবং বিজনেস ক্যারিয়ার কাউন্সেলিং ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ নাঈম বলেন এই সেমিনার আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফ্রেশ অনন্যা ও এক্সিলেন্স বাংলাদেশের মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে আমরা গর্বিত।
উল্লেখ্য, এক্সিলেন্স বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের যুবকেন্দ্রিক দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম এবং ফ্রেশ অনন্যা, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি বিশ্বস্ত স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড, যা দেশের নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।