ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জবি শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা

  • প্রকাশঃ ০৫:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 34

চার দফা দাবি মেনে নেওয়ার সরকারি ঘোষণা পর শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমাপ্তি এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৮টায় ‘জবি ঐক্য প্লাটফর্ম’-এর পক্ষ থেকে এই ঘোষণা দেন তিনি।

অধ্যাপক রইছ উদ্দীন বলেন, “আমাদের প্রত্যেকটি দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখার বিষয়ে আমরা সরকার থেকে আশ্বস্ত হয়েছি। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাবি বাস্তবায়নে সম্মতি পেয়েছি।”

তিনি জানান, আবাসন সংকট নিরসনে অস্থায়ী সমাধানের সুস্পষ্ট নির্দেশনা এসেছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেই এসব দাবির প্রতিফলন দেখা যাবে।

আন্দোলনের সমাপ্তি ঘোষণা দিয়ে রইছ উদ্দীন বলেন, আমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নেওয়ায় চলমান আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি।

এর আগে ১৫ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা সম্মিলিতভাবে চার দফা দাবিতে আন্দোলনে নামে। দাবিগুলো ছিল:

  1. ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু (২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর)।

  2. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন, কোনো কাটছাঁট না করে।

  3. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজ একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন।

  4. শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশদের বিচার নিশ্চিত করা।

এই দাবিগুলো আদায়ে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি, পদযাত্রা, মানববন্ধন এবং গণঅনশনের কর্মসূচি পালন করেন। ১৪ মে পদযাত্রায় পুলিশের টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড গরম পানি প্রয়োগে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক আহত হন।

পরে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দফায় দফায় বৈঠক হয়। একাধিক দফা আলোচনার পর সরকার চার দফা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরই প্রেক্ষিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন আন্দোলনরত নেতারা।

প্রতিবেদক: ইমতিয়াজ উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

জবি শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা

প্রকাশঃ ০৫:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

চার দফা দাবি মেনে নেওয়ার সরকারি ঘোষণা পর শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমাপ্তি এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৮টায় ‘জবি ঐক্য প্লাটফর্ম’-এর পক্ষ থেকে এই ঘোষণা দেন তিনি।

অধ্যাপক রইছ উদ্দীন বলেন, “আমাদের প্রত্যেকটি দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখার বিষয়ে আমরা সরকার থেকে আশ্বস্ত হয়েছি। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাবি বাস্তবায়নে সম্মতি পেয়েছি।”

তিনি জানান, আবাসন সংকট নিরসনে অস্থায়ী সমাধানের সুস্পষ্ট নির্দেশনা এসেছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেই এসব দাবির প্রতিফলন দেখা যাবে।

আন্দোলনের সমাপ্তি ঘোষণা দিয়ে রইছ উদ্দীন বলেন, আমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নেওয়ায় চলমান আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি।

এর আগে ১৫ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা সম্মিলিতভাবে চার দফা দাবিতে আন্দোলনে নামে। দাবিগুলো ছিল:

  1. ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু (২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর)।

  2. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন, কোনো কাটছাঁট না করে।

  3. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজ একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন।

  4. শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশদের বিচার নিশ্চিত করা।

এই দাবিগুলো আদায়ে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি, পদযাত্রা, মানববন্ধন এবং গণঅনশনের কর্মসূচি পালন করেন। ১৪ মে পদযাত্রায় পুলিশের টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড গরম পানি প্রয়োগে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক আহত হন।

পরে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দফায় দফায় বৈঠক হয়। একাধিক দফা আলোচনার পর সরকার চার দফা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরই প্রেক্ষিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন আন্দোলনরত নেতারা।

প্রতিবেদক: ইমতিয়াজ উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা