ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টেলিকমিউনিকেশন খাতে অবদানের স্বীকৃতি: রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত অধ্যাপক ড. এএইচএম কামাল

  • প্রকাশঃ ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 19

টেলিকমিউনিকেশন যোগাযোগ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ জাতীয় অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল অনুষদের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের অধ্যাপক ড. এএইচএম কামাল।

বিশ্ব টেলিযোগাযোগ তথ্য সংঘ দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে শনিবার (১৭ মে) রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. কামাল বলেন আমি অত্যন্ত আনন্দিত গর্বিত। এটি জাতীয় পর্যায়ে আমার বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করার এক অনন্য মুহূর্ত। রাষ্ট্রপতি, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যারা আমার কাজের মূল্যায়ন করেছেন।

তিনি আরও বলেন দেশ জাতির টেকসই উন্নয়নে টেলিকমিউনিকেশন খাতের অগ্রগতি অপরিহার্য। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও গবেষণা, উদ্ভাবন প্রযুক্তিগত উন্নয়নে নিয়োজিত থাকতে অনুপ্রাণিত করবে।

অধ্যাপক কামালের এই সম্মাননায় নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দ গৌরবের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা সহকর্মীরা তার এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন।

অধ্যাপক ড. এএইচএম কামাল দীর্ঘদিন ধরেই তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ এবং উদ্ভাবনী গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার গবেষণাকর্ম নেতৃত্ব দেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রেখে চলেছে।

প্রতিবেদন: ইকবাল মাহমুদ

শেয়ার করুন

টেলিকমিউনিকেশন খাতে অবদানের স্বীকৃতি: রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত অধ্যাপক ড. এএইচএম কামাল

প্রকাশঃ ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

টেলিকমিউনিকেশন যোগাযোগ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ জাতীয় অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল অনুষদের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের অধ্যাপক ড. এএইচএম কামাল।

বিশ্ব টেলিযোগাযোগ তথ্য সংঘ দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে শনিবার (১৭ মে) রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. কামাল বলেন আমি অত্যন্ত আনন্দিত গর্বিত। এটি জাতীয় পর্যায়ে আমার বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করার এক অনন্য মুহূর্ত। রাষ্ট্রপতি, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যারা আমার কাজের মূল্যায়ন করেছেন।

তিনি আরও বলেন দেশ জাতির টেকসই উন্নয়নে টেলিকমিউনিকেশন খাতের অগ্রগতি অপরিহার্য। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও গবেষণা, উদ্ভাবন প্রযুক্তিগত উন্নয়নে নিয়োজিত থাকতে অনুপ্রাণিত করবে।

অধ্যাপক কামালের এই সম্মাননায় নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দ গৌরবের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা সহকর্মীরা তার এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন।

অধ্যাপক ড. এএইচএম কামাল দীর্ঘদিন ধরেই তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ এবং উদ্ভাবনী গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার গবেষণাকর্ম নেতৃত্ব দেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রেখে চলেছে।

প্রতিবেদন: ইকবাল মাহমুদ