দিনভর অপেক্ষার পরও চাল পাননি দরিদ্র মহিলারা, ক্ষোভে ফিরলেন খালি হাতে

- প্রকাশঃ ০৬:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 38
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদে দিনভর অপেক্ষা করেও চাল পাননি শতাধিক ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ডধারী দরিদ্র নারী। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চালের আশায় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে বাধ্য হন তাঁরা।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আগে থেকেই মাইকিং ও সদস্যদের মাধ্যমে চাল বিতরণের ঘোষণা দেওয়া হলেও, বিতরণ কার্যক্রম শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। উপকারভোগীরা জানিয়েছেন, দীর্ঘ সময় অপেক্ষার পরেও কেন চাল পেলেন না সে বিষয়ে পরিষদ থেকে কেউ কিছু জানাননি।
ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা বলেন, আমি আগেই ডিও সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি এবং মাইকিং ও চিঠির মাধ্যমে সবার মধ্যে জানানো হয়েছে। তবে মঙ্গলবার রাত ১১টায় ইউএনও আমাকে অবহিত করেন যে, ইউপি মেম্বারদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান থাকায় চাল বিতরণ স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়নের সকল সদস্যই সরব হয়েছেন। পরিষদের প্যানেল চেয়ারম্যান খুরশেদ মিয়া বলেন, ১৬ জন উপকারভোগীর চাল আত্মসাৎ হয়েছে। আমরা জনগণের আমানত রক্ষা করতে বদ্ধপরিকর।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে এবং তখনই চাল বিতরণ করা হবে।
হঠাৎ এভাবে চাল বিতরণ বন্ধ হওয়ায় হতাশ উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, দরিদ্র নারীদের এমন দুর্ভোগ মানবিক বিবেচনাতেও অগ্রহণযোগ্য।