ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লাশ সামনে রেখে সংবাদ সম্মেলন প্রেমিকার বিরুদ্ধে ‘হত্যা’র অভিযোগ পরিবারের

  • প্রকাশঃ ০৪:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 34

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কলেজছাত্র মিজানুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা দাবি করে লাশ সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে। তবে পুলিশ এখনও মৃত্যুর ঘটনাকে ঘিরে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে পরিবার।

নিহত মিজানুর রহমান (২০) মধ্যনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ধর্মপাশা উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তার প্রেমিকার ঘরের বারান্দা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি, এটি নিছক আত্মহত্যা নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে মিজানুরের মা বলেন, “শাড়ি দিয়ে আমার ছেলেকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মেয়ের পরিবারের কেউ এই কাজ করেছে। এরপর এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চাইছে তারা।”

মিজানুরের মামা আবুল হোসেন অভিযোগ করেন, “ছেলেটিকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মামলা করতে চাইলে পুলিশ নানা টালবাহানা করছে, এখনও মামলা নেয়নি।”

পরিবার জানায়, নিহত মিজানুর স্থানীয় এক বিধবার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। কিন্তু মেয়েটির পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। বৃহস্পতিবার সকালে মিজানুর মেয়েটির গ্রামের বাড়িতে গেলে কিছু সময় পর তার লাশ পাওয়া যায়।

মিজানুরের পরিবারের পক্ষ থেকে মেয়েটির বাবা নূরুল ইসলাম, চাচা জুলফিকার আলী চুন্নু এবং তাদের আত্মীয়দের হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। তবে অভিযুক্ত জুলফিকার আলী চুন্নু দাবি করেছেন, “আমি নির্দোষ, রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।”

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী হোসেন বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকেই মেয়েটির পরিবার পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

প্রতিবেদক: তুর্য দাস

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

লাশ সামনে রেখে সংবাদ সম্মেলন প্রেমিকার বিরুদ্ধে ‘হত্যা’র অভিযোগ পরিবারের

প্রকাশঃ ০৪:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কলেজছাত্র মিজানুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা দাবি করে লাশ সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে। তবে পুলিশ এখনও মৃত্যুর ঘটনাকে ঘিরে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে পরিবার।

নিহত মিজানুর রহমান (২০) মধ্যনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ধর্মপাশা উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তার প্রেমিকার ঘরের বারান্দা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি, এটি নিছক আত্মহত্যা নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে মিজানুরের মা বলেন, “শাড়ি দিয়ে আমার ছেলেকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মেয়ের পরিবারের কেউ এই কাজ করেছে। এরপর এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চাইছে তারা।”

মিজানুরের মামা আবুল হোসেন অভিযোগ করেন, “ছেলেটিকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মামলা করতে চাইলে পুলিশ নানা টালবাহানা করছে, এখনও মামলা নেয়নি।”

পরিবার জানায়, নিহত মিজানুর স্থানীয় এক বিধবার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। কিন্তু মেয়েটির পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। বৃহস্পতিবার সকালে মিজানুর মেয়েটির গ্রামের বাড়িতে গেলে কিছু সময় পর তার লাশ পাওয়া যায়।

মিজানুরের পরিবারের পক্ষ থেকে মেয়েটির বাবা নূরুল ইসলাম, চাচা জুলফিকার আলী চুন্নু এবং তাদের আত্মীয়দের হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। তবে অভিযুক্ত জুলফিকার আলী চুন্নু দাবি করেছেন, “আমি নির্দোষ, রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।”

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী হোসেন বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকেই মেয়েটির পরিবার পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

প্রতিবেদক: তুর্য দাস

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা