তিতুমীর কলেজের অধ্যক্ষ ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

- প্রকাশঃ ০৮:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 34
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হুমকি, অপমান ও মানসিক হেনস্তার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ ও ছাত্রদল সংশ্লিষ্ট একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও ‘ছাত্রলীগ কর্মী’ পরিচয়ে তাদের অপদস্থ করা হয় এবং কলেজ অধ্যক্ষের কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়। ঘটনাটি ঘটে ২৫ মে, যখন কলেজের একটি আবাসিক হলের মেধাতালিকা প্রকাশ ঘিরে শিক্ষার্থীরা প্রশ্ন তোলে।
ভুক্তভোগী শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন আজকে হলের মেধাতালিকা প্রকাশের দিন ছিল। কিন্তু অধ্যক্ষ মেধাতালিকা প্রকাশ না করে আমাদের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের লেলিয়ে দেন।
আমাদের ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে রুম থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। তারা বলেছে— হল নিয়ে কোনো আন্দোলন হবে না, হলের দায়িত্ব শুধুই ছাত্রদলের।
তিনি আরও উল্লেখ করেন, মেধাতালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশিক মাহমুদ বলেন, আজকাল অনেকেই সাধারণ শিক্ষার্থীর পরিচয় দিয়ে ছাত্রদলকে বিতর্কিত করার চেষ্টা করে। বাস্তবে কেউ না কেউ কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত। যখন তারা দেখেন আমরা সংখ্যায় কম, তখন সাধারণ শিক্ষার্থী সেজে মব তৈরি করে।
এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও সচেতন মহল বলছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত এবং কোনো শিক্ষার্থীকে রাজনৈতিক পরিচয় জুড়ে দিয়ে হেনস্তা করা শিক্ষাগত পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
এ ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।