তিতুমীর কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, সাংবাদিকদের লাঞ্ছনা

- প্রকাশঃ ১১:৪১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 26
সরকারি তিতুমীর কলেজে নবনির্মিত হল খোলার দাবিতে চলমান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আজ সোমবার সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের একাংশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী ও লাঞ্ছনার শিকার হয়েছেন সংবাদকর্মীরা।
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, সংঘবদ্ধ হামলাকারীরা অন্তত তিনজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করে দেয়।
এই হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাঈম, ‘তিতুমীর ঐক্য’র সদস্য নায়েক নূর মোহাম্মদ, ইউসুফ ও আলি আহমেদ গুরুতর আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন।
সাংবাদিক সমিতির অভিযোগ, হামলার নেতৃত্ব দেন ছাত্রদলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। তবে ছাত্রদলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।গত এক সপ্তাহ ধরে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা নবনির্মিত আবাসিক হল দ্রুত খোলার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। ২০ মে কলেজ প্রশাসন এক বিবৃতিতে দাবি বাস্তবায়নে সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করলেও নির্ধারিত ২৫ মে আসন বরাদ্দ তালিকা প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে নামেন।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে সচেতন মহল ও সাধারণ শিক্ষার্থীরাও এ হামলার নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।