ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রবিনের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের শোক প্রকাশ

  • প্রকাশঃ ০৪:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 16

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির (৪৯তম ব্যাচ) শিক্ষার্থী আ.ন.ম রবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩০ মে) এক যৌথ শোকবার্তায় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, আজ আমাদের প্রিয় সহপাঠী ও ভাই আ.ন.ম রবিন দুনিয়ার সফর শেষ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা গভীরভাবে শোকাহত। রবিন ছিলেন আন্তরিক, ক্রীড়াপ্রেমী ও পরোপকারী একজন মানুষ। আমরা দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।

বিবৃতিতে আরও বলা হয়, রবিনের এই মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কোনো নির্ধারিত বয়স নেই। হঠাৎ করেই তা আমাদের জীবনে আসতে পারে। তাই আমাদের উচিত সর্বদা ভালো কর্মের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আমরা রবিনের পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাই এবং এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে তাওফিক কামনা করি।

উল্লেখ্য, আনম রবিন দীর্ঘদিন ধরে অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস এবং প্রাইমারি সিলিয়ারি ডিস্কিনেসিয়ায় আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন।

প্রতিবেদক: আমির ফয়সাল

শেয়ার করুন

রবিনের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের শোক প্রকাশ

প্রকাশঃ ০৪:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির (৪৯তম ব্যাচ) শিক্ষার্থী আ.ন.ম রবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩০ মে) এক যৌথ শোকবার্তায় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, আজ আমাদের প্রিয় সহপাঠী ও ভাই আ.ন.ম রবিন দুনিয়ার সফর শেষ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা গভীরভাবে শোকাহত। রবিন ছিলেন আন্তরিক, ক্রীড়াপ্রেমী ও পরোপকারী একজন মানুষ। আমরা দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।

বিবৃতিতে আরও বলা হয়, রবিনের এই মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কোনো নির্ধারিত বয়স নেই। হঠাৎ করেই তা আমাদের জীবনে আসতে পারে। তাই আমাদের উচিত সর্বদা ভালো কর্মের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আমরা রবিনের পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাই এবং এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে তাওফিক কামনা করি।

উল্লেখ্য, আনম রবিন দীর্ঘদিন ধরে অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস এবং প্রাইমারি সিলিয়ারি ডিস্কিনেসিয়ায় আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন।

প্রতিবেদক: আমির ফয়সাল