সুনামগঞ্জে পাহাড়ি ঢলে হাওর পূর্ণ, বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল

- প্রকাশঃ ০১:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 24
ভারতের মেঘালয় রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে পাহাড়ি ঢল নামতে শুরু করেছে। ফলে জেলার সুরমা-কুশিয়ারা নদী ও তাদের উপনদীগুলো—চেলা, পিয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা, মাহারাম, বৌলাই, রক্তি এবং পাটলাই নদীতে পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পানি হাওরের দিকে ধেয়ে আসায় ইতোমধ্যে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেশ কিছু স্থানে ফসল রক্ষা বাঁধ ভেঙে পড়েছে।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হলেও ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের লাউড়েরগড়ে ৬৯, সুনামগঞ্জে ৭১ এবং ছাতকে ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। চেরাপুঞ্জির বৃষ্টির ঢল এই অঞ্চলের নদ-নদীতে ব্যাপক প্রভাব ফেলছে।
ভারতের মেঘালয় রাজ্য থেকে জারি হওয়া বিশেষ আবহাওয়া বুলেটিনে সতর্ক করা হয়েছে, রাজ্যের প্রায় সব জেলাতেই আরও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে ঢলের তীব্রতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা-কুশিয়ারা অববাহিকার উপনদীগুলোর পানি আগামী দুইদিন বৃদ্ধি পাবে। এছাড়া আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী এবং পরবর্তী সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এদিকে হাওর এলাকার গ্রামগুলোতে নদীর পানি ও ঝড়ো হাওয়ার ঢেউয়ের আঘাতে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে কিছু হাওরে পানি পূর্ণ হয়ে যাওয়ায় আশপাশের গ্রামগুলো প্লাবিত হতে শুরু করেছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং হাওর এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রতিবেদক: তুর্য দাস