প্রথমবারের মতো বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার কার্যক্রম

- প্রকাশঃ ০৬:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 32
বাংলাদেশের বিচার ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আগামীকাল (রোববার) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে এই ঐতিহাসিক বিচার কার্যক্রম সম্প্রচারিত হবে। আদালতের অনুমতি সাপেক্ষে দেশের অন্যান্য টেলিভিশন চ্যানেলও সম্প্রচারে অংশ নিতে পারবে।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত “গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর” শীর্ষক এক আলোচনা সভায় এই তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন,
“রোববার শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হবে। সেদিনের কোর্ট প্রসিডিংস ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।”
২০২৪ সালের জুলাই মাসে ‘বিপ্লব’ চলাকালীন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলায় এই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করবেন চিফ প্রসিকিউটর। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, বিশ্বের অনেক দেশেই গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচার জনগণের সামনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন নাৎসি যুদ্ধাপরাধের নুরেমবার্গ ট্রাইব্যুনাল, ইরাকে সাদ্দাম হুসেইনের বিচার, মিশরে মোহাম্মদ মুরসির বিচার, উইকিলিকস ইস্যুতে জুলিয়ান অ্যাসাঞ্জের বিচার এবং রাশিয়ায় আলেক্সেই নাভালনির বিচার সম্প্রচার।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের এই উদ্যোগ বিচারব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা বৃদ্ধির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।