ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযান: অতিরিক্ত ভাড়া ও আইনভঙ্গের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত

  • প্রকাশঃ ০৩:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 30

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে উঠেছে দেশের সড়ক-মহাসড়ক। বগুড়ার মাটিডালী বিমান মোড়ে যাত্রীসেবা নিশ্চিত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসক হোসনে আফরোজার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে একাধিক বাসকে অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া, লাইসেন্সবিহীন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। কিশোরদের অবৈধভাবে মোটরসাইকেল চালানো, সড়কে বেপরোয়া গতি এবং অন্যান্য নিরাপত্তা লঙ্ঘনের কারণে বেশ কিছু মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক পর্যায়ের অপরাধের ক্ষেত্রে মালিকের জিম্মায় যানবাহনগুলো ফেরত দেওয়া হলেও, গুরুতর আইনভঙ্গের ঘটনায় কিছু মোটরসাইকেল থানায় পাঠানো হয়।সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে মোট ১৫টি মামলায় সর্বমোট ২৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে র‌্যাব, পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা একসাথে কাজ করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সাধারণ জনগণকে সতর্ক করা হয় যেন তারা আইন মেনে চলেন এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সচেতন থাকেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ পরবর্তী ভ্রমণযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযান: অতিরিক্ত ভাড়া ও আইনভঙ্গের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত

প্রকাশঃ ০৩:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে উঠেছে দেশের সড়ক-মহাসড়ক। বগুড়ার মাটিডালী বিমান মোড়ে যাত্রীসেবা নিশ্চিত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসক হোসনে আফরোজার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে একাধিক বাসকে অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া, লাইসেন্সবিহীন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। কিশোরদের অবৈধভাবে মোটরসাইকেল চালানো, সড়কে বেপরোয়া গতি এবং অন্যান্য নিরাপত্তা লঙ্ঘনের কারণে বেশ কিছু মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক পর্যায়ের অপরাধের ক্ষেত্রে মালিকের জিম্মায় যানবাহনগুলো ফেরত দেওয়া হলেও, গুরুতর আইনভঙ্গের ঘটনায় কিছু মোটরসাইকেল থানায় পাঠানো হয়।সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে মোট ১৫টি মামলায় সর্বমোট ২৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে র‌্যাব, পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা একসাথে কাজ করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সাধারণ জনগণকে সতর্ক করা হয় যেন তারা আইন মেনে চলেন এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সচেতন থাকেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ পরবর্তী ভ্রমণযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”