বিজিবির অভিযানে
বেনাপোলে ৯ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

- প্রকাশঃ ০২:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 110
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম খালিদ হোসেন (১৭)। তিনি শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে।
বিজিবির আমড়াখালি চেকপোস্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন—জাল নোট সরবরাহকারী একটি চক্রের সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে বেনাপোল সীমান্ত এলাকা থেকে যশোরের দিকে যাবে। খবর পেয়ে আমড়াখালি চেকপোস্টে দায়িত্বরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সতর্ক অবস্থান নেয়।
পরে সন্দেহভাজন হিসেবে একটি ইজিবাইকে থাকা এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার প্যান্টের পকেট থেকে ৯২০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক খালিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা বহনের কথা স্বীকার করেছে। তাকে জাল নোটসহ আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় জাল মুদ্রা পাচার রোধে নিয়মিত টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে এবং জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।