ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 8

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “গোপালগঞ্জের মতো স্থানে প্রকাশ্যে হামলা ও দমন-পীড়নের ঘটনা প্রমাণ করছে, দেশে মানুষের রাজনৈতিক অধিকার এখন সবচেয়ে বড় হুমকির মুখে। এর প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আমরা শান্তিপূর্ণ অবরোধ গড়ে তুলবো।”

এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। সহিংসতার জেরে জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, এই হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সংগঠনটি সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিককে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জ ও আশেপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড কর্মসূচি ঘোষণা

প্রকাশঃ ০৫:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “গোপালগঞ্জের মতো স্থানে প্রকাশ্যে হামলা ও দমন-পীড়নের ঘটনা প্রমাণ করছে, দেশে মানুষের রাজনৈতিক অধিকার এখন সবচেয়ে বড় হুমকির মুখে। এর প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আমরা শান্তিপূর্ণ অবরোধ গড়ে তুলবো।”

এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। সহিংসতার জেরে জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, এই হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সংগঠনটি সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিককে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জ ও আশেপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।