ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে নিহত ৪, কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 3

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন—গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) এবং গোপালগঞ্জ সদরের ইমন (২৪)।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হামলা-সংঘর্ষে আহত অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত অবস্থায় রমজান মুন্সীসহ তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা হয়। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর পুরো গোপালগঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জেলার সর্বত্র ১৪৪ ধারা জারি করেছেন। পাশাপাশি জেলা প্রশাসনের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ রাত ৮টা থেকে পরবর্তী দিন বিকেল ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বলবৎ থাকবে।

এখনও পরিস্থিতি থমথমে রয়েছে। অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শহরের মানুষদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গোপালগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে নিহত ৪, কারফিউ জারি

প্রকাশঃ ১১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন—গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) এবং গোপালগঞ্জ সদরের ইমন (২৪)।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হামলা-সংঘর্ষে আহত অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত অবস্থায় রমজান মুন্সীসহ তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা হয়। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর পুরো গোপালগঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জেলার সর্বত্র ১৪৪ ধারা জারি করেছেন। পাশাপাশি জেলা প্রশাসনের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ রাত ৮টা থেকে পরবর্তী দিন বিকেল ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বলবৎ থাকবে।

এখনও পরিস্থিতি থমথমে রয়েছে। অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শহরের মানুষদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”