ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: প্রধান উপদেষ্টার শোক, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 6

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ি এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এক বিমানসেনা ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬৪ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর এক শোকবার্তায় ড. ইউনূস বলেন,

“এই দুর্ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্টদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।”

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। এছাড়া, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সর্বাত্মক সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। স্কুলটির এক শিক্ষক জানান, ছুটির সময় হঠাৎ বিমানটি একটি ভবনে আছড়ে পড়ে, মুহূর্তেই আগুন ধরে যায়, আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সবাই।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান। উড্ডয়নের ১২ মিনিট পরই এটি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে আছড়ে পড়ে।
পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ওই সময় একাই বিমান চালাচ্ছিলেন। তাকে উদ্ধার করে দ্রুত সিএমএইচে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যমতে, দুর্ঘটনায় ১৬৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, উত্তরা আধুনিক হাসপাতাল এবং সিএমএইচ-এ চিকিৎসাধীন। আহতদের অনেকেই স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মচারী।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি ও সেনাবাহিনীর সদস্য। সারা এলাকাজুড়ে নিরাপত্তা বলয় তৈরি করে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান,

“বিমানটি বিদ্যালয়ের ক্যানটিন লাগোয়া শ্রেণিকক্ষে বিধ্বস্ত হয়। একটি কক্ষ সম্পূর্ণ ভেঙে পড়ে, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। নিরাপত্তার কারণে কলেজ কর্তৃপক্ষকেও এখনো ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।”

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ছুটোছুটি করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: প্রধান উপদেষ্টার শোক, তদন্তের নির্দেশ

প্রকাশঃ ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ি এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এক বিমানসেনা ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬৪ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর এক শোকবার্তায় ড. ইউনূস বলেন,

“এই দুর্ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্টদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।”

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। এছাড়া, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সর্বাত্মক সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। স্কুলটির এক শিক্ষক জানান, ছুটির সময় হঠাৎ বিমানটি একটি ভবনে আছড়ে পড়ে, মুহূর্তেই আগুন ধরে যায়, আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সবাই।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান। উড্ডয়নের ১২ মিনিট পরই এটি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে আছড়ে পড়ে।
পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ওই সময় একাই বিমান চালাচ্ছিলেন। তাকে উদ্ধার করে দ্রুত সিএমএইচে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যমতে, দুর্ঘটনায় ১৬৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, উত্তরা আধুনিক হাসপাতাল এবং সিএমএইচ-এ চিকিৎসাধীন। আহতদের অনেকেই স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মচারী।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি ও সেনাবাহিনীর সদস্য। সারা এলাকাজুড়ে নিরাপত্তা বলয় তৈরি করে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান,

“বিমানটি বিদ্যালয়ের ক্যানটিন লাগোয়া শ্রেণিকক্ষে বিধ্বস্ত হয়। একটি কক্ষ সম্পূর্ণ ভেঙে পড়ে, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। নিরাপত্তার কারণে কলেজ কর্তৃপক্ষকেও এখনো ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।”

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ছুটোছুটি করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”