ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০ শিক্ষার্থীর জীবন বাঁচানো সেই শিক্ষিকা মেহেরীন আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 7

মেহেরীন চৌধুরী | ছবি: সংগৃহীত


একজন শিক্ষিকার দৃঢ়তা ও আত্মত্যাগ বাঁচিয়ে দিয়েছে অন্তত ২০টি প্রাণ। রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন রক্ষায় নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করা সেই শিক্ষিকা মেহেরীন চৌধুরী আর নেই। সোমবার (২১ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একই ঘটনায় আহত এক শিক্ষার্থী আফনান (১৪) এরও মৃত্যু হয়েছে।

ঘটনার দিন, আকস্মিক বিমান বিধ্বস্ত হলে কলেজ ভবনে আগুন ধরে যায়। মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্ক। ঠিক তখনই দৃঢ় অবস্থান নেন শিক্ষিকা মেহেরীন চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ধোঁয়ায় আচ্ছন্ন কক্ষে তিনি একে একে শিক্ষার্থীদের বের করে আনতে থাকেন। জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের বাইরে পাঠিয়ে দেন তিনি।

কিন্তু ছাত্রছাত্রীদের বের করে দেওয়ার পর নিজের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। আগুনে তার শরীরের বড় একটি অংশ পুড়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছোঁয়ার মামা বলেন, “আমি খালি চুল পড়ে থাকতে দেখেই অজ্ঞান হয়ে যাই। পরে সেনাবাহিনীর দুই সদস্য আমাকে টেনে বাইরে নিয়ে আসে। দুই ঘণ্টা খুঁজেও ভেতরে ছোঁয়াকে পাইনি। পরে জানতে পারি, এক ম্যাডাম ওকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।”

ছোঁয়ার মামা আরও বলেন, “পরে ও (ছোঁয়া) বলছে, ‘মামা আমি ক্যাডেট কলেজে ক্যামনে পড়মু?’ এই ছোট মেয়েটার জীবনের এত বড় এক ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে সেই ম্যাডাম। সে এখন পিজি হাসপাতালে চিকিৎসাধীন।

মেহেরিন (১২) নামের এক ছাত্রী বলেন, “ম্যাডাম অনেক ভালো ছিলেন। সবার আগে আমাদের বের করে দিয়েছিলেন।” তার বাবা সুমন বলেন, “সেনাবাহিনী জানিয়েছে, ম্যাডামের দ্রুত সিদ্ধান্ত ও সাহসের কারণেই ২০ জন শিক্ষার্থী নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।”

শিক্ষিকা মেহেরীনের মৃত্যুতে গোটা প্রতিষ্ঠানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। শিক্ষা মন্ত্রণালয়, কলেজ কর্তৃপক্ষ এবং বিভিন্ন মহল থেকে এই আত্মত্যাগী শিক্ষিকার প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা ও সমবেদনা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

২০ শিক্ষার্থীর জীবন বাঁচানো সেই শিক্ষিকা মেহেরীন আর নেই

প্রকাশঃ ১১:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

মেহেরীন চৌধুরী | ছবি: সংগৃহীত


একজন শিক্ষিকার দৃঢ়তা ও আত্মত্যাগ বাঁচিয়ে দিয়েছে অন্তত ২০টি প্রাণ। রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন রক্ষায় নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করা সেই শিক্ষিকা মেহেরীন চৌধুরী আর নেই। সোমবার (২১ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একই ঘটনায় আহত এক শিক্ষার্থী আফনান (১৪) এরও মৃত্যু হয়েছে।

ঘটনার দিন, আকস্মিক বিমান বিধ্বস্ত হলে কলেজ ভবনে আগুন ধরে যায়। মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্ক। ঠিক তখনই দৃঢ় অবস্থান নেন শিক্ষিকা মেহেরীন চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ধোঁয়ায় আচ্ছন্ন কক্ষে তিনি একে একে শিক্ষার্থীদের বের করে আনতে থাকেন। জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের বাইরে পাঠিয়ে দেন তিনি।

কিন্তু ছাত্রছাত্রীদের বের করে দেওয়ার পর নিজের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। আগুনে তার শরীরের বড় একটি অংশ পুড়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছোঁয়ার মামা বলেন, “আমি খালি চুল পড়ে থাকতে দেখেই অজ্ঞান হয়ে যাই। পরে সেনাবাহিনীর দুই সদস্য আমাকে টেনে বাইরে নিয়ে আসে। দুই ঘণ্টা খুঁজেও ভেতরে ছোঁয়াকে পাইনি। পরে জানতে পারি, এক ম্যাডাম ওকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।”

ছোঁয়ার মামা আরও বলেন, “পরে ও (ছোঁয়া) বলছে, ‘মামা আমি ক্যাডেট কলেজে ক্যামনে পড়মু?’ এই ছোট মেয়েটার জীবনের এত বড় এক ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে সেই ম্যাডাম। সে এখন পিজি হাসপাতালে চিকিৎসাধীন।

মেহেরিন (১২) নামের এক ছাত্রী বলেন, “ম্যাডাম অনেক ভালো ছিলেন। সবার আগে আমাদের বের করে দিয়েছিলেন।” তার বাবা সুমন বলেন, “সেনাবাহিনী জানিয়েছে, ম্যাডামের দ্রুত সিদ্ধান্ত ও সাহসের কারণেই ২০ জন শিক্ষার্থী নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।”

শিক্ষিকা মেহেরীনের মৃত্যুতে গোটা প্রতিষ্ঠানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। শিক্ষা মন্ত্রণালয়, কলেজ কর্তৃপক্ষ এবং বিভিন্ন মহল থেকে এই আত্মত্যাগী শিক্ষিকার প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা ও সমবেদনা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”