ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্তে বালি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশি

তুর্য দাস । জেলা প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদী সংলগ্ন সীমান্ত এলাকায় বালি উত্তোলনের সময় দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস-এর কাছাকাছি এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে দুইজন বারকি শ্রমিক বালু সংগ্রহের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চেলা নদীর ভারতীয় অংশে বালি তুলছিলেন, এমন সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বর্তমানে তারা ভারতের চেলা বিএসএফ ক্যাম্পে আটক রয়েছেন বলে জানা গেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো আটক শ্রমিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সিলেট ৪৮ বিজিবির আওতাধীন।

এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক বলেন, “চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুই ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমানায় প্রবেশ করেন। তাদের বাধা দিতে গেলে কিছু লোক বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে বিএসএফ ওই দুজনকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও জানান,  ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।

বিষয়টি ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জ সীমান্তে বালি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশি

প্রকাশঃ ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদী সংলগ্ন সীমান্ত এলাকায় বালি উত্তোলনের সময় দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস-এর কাছাকাছি এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে দুইজন বারকি শ্রমিক বালু সংগ্রহের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চেলা নদীর ভারতীয় অংশে বালি তুলছিলেন, এমন সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বর্তমানে তারা ভারতের চেলা বিএসএফ ক্যাম্পে আটক রয়েছেন বলে জানা গেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো আটক শ্রমিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সিলেট ৪৮ বিজিবির আওতাধীন।

এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক বলেন, “চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুই ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমানায় প্রবেশ করেন। তাদের বাধা দিতে গেলে কিছু লোক বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে বিএসএফ ওই দুজনকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও জানান,  ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।

বিষয়টি ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”