ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১৫ আগস্ট থেকে নিষ্ক্রিয় হচ্ছে ৬৭ লাখ অতিরিক্ত সিম: মোবাইল সিম ব্যবহারে বিটিআরসির কঠোর নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 3

বাংলাদেশে মোবাইল সিম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। এর ফলে ২৬ লাখ গ্রাহকের নামে থাকা প্রায় ৬৭ লাখ অতিরিক্ত সিম আগামী ১৫ আগস্ট থেকে ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

গত ৩০ জুন অনুষ্ঠিত বিটিআরসির কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সংস্থাটি জানায়, মোবাইল অপারেটরদের কাছে পাঠানো তালিকার ভিত্তিতে যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। গ্রাহকরা জানাতে পারবেন—তারা কোন ১০টি সিম রাখতে চান।

সিম বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে নিয়মিত ব্যবহৃত নম্বর, বিশেষ করে যেসব নম্বর থেকে কল বা ডেটা ব্যবহার হচ্ছে এবং যেগুলো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (যেমন বিকাশ, নগদ, রকেট) সঙ্গে সংযুক্ত রয়েছে।

বিটিআরসি জানায়, সিম জালিয়াতি, ভুয়া নিবন্ধন ও অপরাধমূলক কর্মকাণ্ডে সিমের অপব্যবহার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশে ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম চালু রয়েছে। তবে নিবন্ধিত প্রকৃত মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে।

নতুন সীমা কার্যকর হলে শুধুমাত্র ৩.৪৫ শতাংশ গ্রাহক, যাদের নামে ১১টির বেশি সিম রয়েছে, তারা এই সিদ্ধান্তের সরাসরি প্রভাবে পড়বেন। ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল অপারেটরদের আনুষ্ঠানিক নির্দেশনা পাঠাবে বিটিআরসি।

এদিকে, সিম ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এক বছর পরপর সিম নবায়নের প্রস্তাবও উঠেছে। ২৪ জুন সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বিটিআরসিকে।

বৈঠকে জানানো হয়, অতিরিক্ত সিমের অপব্যবহার চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি, প্রতারণা, ব্ল্যাকমেইলসহ বিভিন্ন অপরাধে সিম ব্যবহারের ঘটনা বাড়ছে। সরকারি কর্মকর্তাদের নম্বর ক্লোন করে প্রতারণার উদাহরণও তুলে ধরা হয়।

২০১৭ সালে বিটিআরসি প্রথম একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছিল। এবার তা কমিয়ে ১০টিতে আনা হলো, যা ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানিয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম চালানো হবে এবং সিম নিষ্ক্রিয় করার সময় গ্রাহকদের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

১৫ আগস্ট থেকে নিষ্ক্রিয় হচ্ছে ৬৭ লাখ অতিরিক্ত সিম: মোবাইল সিম ব্যবহারে বিটিআরসির কঠোর নিয়ন্ত্রণ

প্রকাশঃ ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বাংলাদেশে মোবাইল সিম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। এর ফলে ২৬ লাখ গ্রাহকের নামে থাকা প্রায় ৬৭ লাখ অতিরিক্ত সিম আগামী ১৫ আগস্ট থেকে ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

গত ৩০ জুন অনুষ্ঠিত বিটিআরসির কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সংস্থাটি জানায়, মোবাইল অপারেটরদের কাছে পাঠানো তালিকার ভিত্তিতে যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। গ্রাহকরা জানাতে পারবেন—তারা কোন ১০টি সিম রাখতে চান।

সিম বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে নিয়মিত ব্যবহৃত নম্বর, বিশেষ করে যেসব নম্বর থেকে কল বা ডেটা ব্যবহার হচ্ছে এবং যেগুলো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (যেমন বিকাশ, নগদ, রকেট) সঙ্গে সংযুক্ত রয়েছে।

বিটিআরসি জানায়, সিম জালিয়াতি, ভুয়া নিবন্ধন ও অপরাধমূলক কর্মকাণ্ডে সিমের অপব্যবহার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশে ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম চালু রয়েছে। তবে নিবন্ধিত প্রকৃত মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে।

নতুন সীমা কার্যকর হলে শুধুমাত্র ৩.৪৫ শতাংশ গ্রাহক, যাদের নামে ১১টির বেশি সিম রয়েছে, তারা এই সিদ্ধান্তের সরাসরি প্রভাবে পড়বেন। ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল অপারেটরদের আনুষ্ঠানিক নির্দেশনা পাঠাবে বিটিআরসি।

এদিকে, সিম ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এক বছর পরপর সিম নবায়নের প্রস্তাবও উঠেছে। ২৪ জুন সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বিটিআরসিকে।

বৈঠকে জানানো হয়, অতিরিক্ত সিমের অপব্যবহার চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি, প্রতারণা, ব্ল্যাকমেইলসহ বিভিন্ন অপরাধে সিম ব্যবহারের ঘটনা বাড়ছে। সরকারি কর্মকর্তাদের নম্বর ক্লোন করে প্রতারণার উদাহরণও তুলে ধরা হয়।

২০১৭ সালে বিটিআরসি প্রথম একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছিল। এবার তা কমিয়ে ১০টিতে আনা হলো, যা ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানিয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম চালানো হবে এবং সিম নিষ্ক্রিয় করার সময় গ্রাহকদের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”