টাঙ্গুয়া হাওরে পরিবেশবিধ্বংসী সরঞ্জাম ধ্বংস : ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হলো

- প্রকাশঃ ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 3
সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরের মানিকখিলা এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও প্লাস্টিক বোতল-চাই জব্দ ও তাৎক্ষণিকভাবে ধ্বংস করেছে জেলা প্রশাসন।
রোববার (২৭ জুলাই) পরিচালিত অভিযানে প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২ হাজার প্লাস্টিক বোতল-চাই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সরঞ্জাম ঘটনাস্থলেই জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরাও অংশ নেন।
অভিযান শুরুর আগে স্থানীয়দের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, “টাঙ্গুয়া হাওর শুধু সুনামগঞ্জ নয়, পুরো জাতির জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য একটি অমূল্য সম্পদ। এখানে নিষিদ্ধ জাল কিংবা কোনো পরিবেশবিধ্বংসী কার্যক্রম বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “পরবর্তীতে কেউ এমন কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের নির্দেশে হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, “এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।”
উল্লেখ্য, টাঙ্গুয়া হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি, যা পরিবেশ ও জলজ প্রাণীর সংরক্ষণে বড় ভূমিকা রাখে।